আলাল দুলাল করে যারা পিছলে যাচ্ছে পথ
লক্ষ্য স্থির রাখা তাদের পক্ষে কঠিন
একশো মাইল হাঁটলেই যদি কারো সঙ্গ পাওয়া যায়
তাহলে নিকোটিনের গন্ধে আমার ভরসা নেই
বুকে সাহস নিয়ে লাল পিঁপড়েরা সাগর পাড়ে থমকে যাবে
যদি দমকা বালুঝর আসে কোনো হিসেবি ডানার চঞ্চলতা নিয়ে
এখন শুধুই ধৈর্য্য রাখার সময়