ওই কারা বলে যায়
মহীরুহ,তুমি আজ ক্লান্ত
এবার অনন্তশয্যায় যাবার জন্য প্রস্তুত হও••
প্রজন্মান্তরে বসে আছে যারা
শবরীর প্রতীক্ষায়
তারা বুঝলো কি বুঝলো না সেটা উহ্য থাক,
দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে কি নেই••
সে প্রসঙ্গ অবান্তর,
সময় হয়েছে এবার ছেড়ে দাও সব অধিকার।
এ প্রজন্ম বড়াই করে বলে-
অধিকার কেড়ে নিতে হয়;
তাই তোমার ঠাঁই নেই আজ,
কালের করালগ্রাসে গ্রসিত করতে উদ্যত সবাই,
নতুন বিশ্বে অপাঙ্ক্তেয় থাকার চেয়ে••
বৃদ্ধাশ্রমের কারাগারে বন্দী থাকার চেয়ে
একবার ভাবো মহীরুহ
আকাশে উড্ডীন তোমার প্রাক্তন শাখাদের কথা
অহংকার মুছে গেলেও সম্মান হারাবে না,
চলো আজ বাতিলের দলে নাম লেখাও-
নস্যাৎ করে তোমার সব উদ্ধত অহং আর অধিকার;
সম্মান নিয়ে ঝেড়ে ফেলো দায়ভার।
তুমি প্রবীণ তাই আজ নবীনের ভিড়ে তোমার নেই স্থান,
ব্যর্থ চোখের জল মুছে সময় থাকতে থাকতেই-
নিজেকে সরিয়ে নাও নবীন প্রজন্মের নীল আকাশ থেকে,
অবাঞ্ছিত বিড়ম্বনা তোমার জাগতিক স্বপ্নগুলোকে মর্গে পাঠানোর আগেই সরিয়ে নাও নিজেকে।
তবু জেনো তুমি কিন্তু মহীরুহ,
তোমাকে আগাছার মতো কেটে ফেললেও নবপ্রজন্ম ভুলবে না তোমাকে,
বলা ভালো তোমার অবারিত ছায়াদানের স্মৃতি-
ওদের ভুলতে দেবে না।
ইতিহাস কিন্তু ফিরে ফিরে আসে,
আজকের কিশলয় কিংবা তরুণ বৃক্ষ,
একদিন মহীরুহ হবে,
অনুকরণ নয় অনুসরণে ইতিহাস সৃষ্টি হবে;
সেদিন যেন বেদনার অশ্রু না ভেজায় তোমাকে-
সম্মান দিয়ে সম্মান নিয়ে নিয়তির দুয়ারে সহাবস্থান করো।।