অভিমানে আর কোনো অশ্রু বিসর্জন নয়,
অশ্রুজলে নিরন্তর ক্ষমতার অপচয়,
আবার যুদ্ধে নামলেও হবে রক্তক্ষয়;
এই ভেবেই মানুষ ক্রমে কূপমণ্ডুক হয়।
ভুলেছে সবাই ‘উত্তিষ্ঠত জাগ্রত’ বাণী,
স্বার্থ করেছে আজ সবাইকে যে জ্ঞানী,
নীরবে নিশ্চেষ্ট থাকাই তাই শ্রেয় মানি;
কে আর চায় বলো আপন সত্তার হানি!
সুস্থ মানুষের এই অসুস্থ মানসিকতা,
অসহায়ের মাথায় কেউ ধরে না ছাতা,
সদ গুণগুলোর অবস্থান বইয়ের পাতা;
কান বন্ধ তাই শুনবে না ভালো কথা।
তবু একবার সব সাম্প্রদায়িকতা ছেড়ে,
আসতো মানুষ যদি বিপন্ন মানুষের ঘরে-
সম্প্রীতির বন্যায় ভাসতো এই সংসারে;
জীবন জয়গানের গুঞ্জনে উঠতো ভ’রে।।