তোমার যেটুকু ছিলো তা তোমারই আছে,
আমার যেটুকু সেটাও উজাড় করে তোমার আঁচলে গিঁট বেঁধেছিলাম শরতের শিউলি ভোরে।
ভোগ সম্পত্তি ,প্রাচুর্যে রাজ রানী না করতে পারি,
পেয়েছিলে অঢেল স্বাধীনতার জৌলুস।
যার অপব্যবহার, ঘুণপোকার মতো কেটে তছনছ
আমাদের বিশ্বাস, প্রেম নিটলতা!
বুঝিনি পাকা মিষ্টি ফলে, বিষাক্ত পোকা এমন
ঘাপটি মেরে ! সুযোগ বুঝেই মরণ কামড়।
এই ঘর,ভরা শূন্যতায় ,জলপূর্ণ চৌবাচ্ছার ভ্রূকুটি
ইচ্ছার ঘরে অনিচ্ছার সাপ লুডো দাপাদাপি!
লুডো বোর্ডের নিচেই সাপ-মই ছকে ,
বিষাক্ত সাপের ছোবল খাবার আগেই আমি মই নিয়ে সুরক্ষিত সংখ্যায় পৌঁছানোর অপেক্ষায় আজও
রাত্রি পাহাড়ায় এক সমুদ্র ,ঘুম চোখ নিয়ে।