সম্পর্ক গড়তে লাগে সুদীর্ঘ সময়
ভেঙে যায় মূহুর্তের ভুল ভাবনায়,
প্রেম চিরকালই বড়ো স্পর্শকাতর হয়
রাত কাটে, ভোর হয়, প্রেমহীন দিন চলে যায়।
নানা জনে নানা ভাবে নানা কথা বলে-
মুহূর্তের ভুলে সব ভেঙে চুরে যায়,
কেউ দায়ী হয় আবার কেউ দায়ী নয়,
পৃথিবীতে সব কিছু একই থেকে যায়।
যার প্রেম ভাঙে শুধু সেই বুঝে যায়-
জগতের ভালোবাসা তার অধীন নয়,
মন ভাঙে, ভাঙা মন, দুঃসহ জীবন,
ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকা দায়।
নিঃশ্বাসে বিশ্বাস এতো মিছে নয়-
প্রেমিক প্রেমিকা তবু উতলাই হয়,
এ ওকে আপন করে সব পেতে চায়,
ভুল বোঝাবুঝি সৃষ্টি তার থেকে হয়।
কেউ আগে ভুল করে বিচ্ছেদে জড়ায়-
সেই ভুল বড়ো ক্ষতি করে দিয়ে যায়,
প্রেম ভাঙে, ভেঙে যায়, রাগের মাথায়,
নিজেকেই শেষ করা মোটে ভালো নয়।
সমানে সমানে হলে সম্পর্ক ভালো হয়-
উঁচু নীচু প্রেম হলে দ্বন্দ্ব বেধে যায়,
জাতি ধর্ম নির্বিশেষে উদার হতে হয়
ঠিকুজি কোষ্ঠী নয় রক্তের গ্রুপ দেখে নিলে ভালো হয়।।