এখনো কাঁচা রয়ে গেলাম
ওদের মত পাকতে পারলাম না
ওদের মত বুদ্ধিমান হতে পারলাম না
এখনো বিশ্বাস অবিশ্বাস নিয়ে তর্ক করি
ওদের মত বিশ্বাসী হতে পারলাম না।
নিজের সুবিধে অসুবিধের কথা বিচার করে পথ চলে যারা
বহুদূর পৌছে গেছে তারা
আমি ভাবতে পারিনি অমন করে
তাই পৌঁছাতে পারিনি মোটেও সুদুরে
অভিনয়ের গোছা শিকড় দালালের হাতে নড়ে
ডুবে যাওয়া আদর্শ গুলো আজ তবু মনে পড়ে
পথ ভোলা পথিক আছে সদা আজও হেসে
এখনো ঘুনে ধরা আদর্শের মরা কাঠ আছে দেখো চেয়ে।
এখনো বুদ্ধিহীন সরল পন্ডিতেরা শিক্ষা দিয়ে যায় ক্রমাগত
বুদ্ধিমান; চতুর; ধূর্ত পাবলিক সমাজের চোখে আজ অবনত
উনারাই নাকি সমাজ গড়ার কারিগর তাই
উনাদের আকর্ষণ; ওনাদের দর্শন; সবেতেই ভয় পাই
পবিত্র ঐ অসীম আকাশের দিকে চেয়ে
এখনো নির্মলতার স্বপ্ন দেখি মাঝে মাঝে
এখনো পাগল আছে বলে চতুরেরা করে চতুরতা
এখনো নিষ্ঠুর আছে বলে সবশেষে সারা দেয় মানবতা
এখনো আমার মত গুপ্ত পথ পথিক আছে বলেই
পথ যায় পথে ফিরে
পাখি যায় ফিরে নীড়ে
ঘরের প্রাণী ঘরেই কথা বলে চলেই।