ঐ যে শোনো বীর্য পতনের গান,
সারি সারি অঙ্গুরীমাল অন্যায়ের সঙ্গে
সমান্তরালে চলছে,
স্বপ্ন দেখতে চায় না,
তার যে অনেক দাম!
একফালি চাঁদ লজ্জায় অবনত আকাশে।
ঐ শোনো বীর্য পতনের গান।
রাতের চাঁদোয়া তলে
লজ্জাহীনা নারী পসরা সাজিয়েছে,
ভৈরবীর গানে ছন্দপতন,
বাউলের একতারার তার কেটে গেছে।
ঐ শোনো বীর্য পতনের গান।
প্রেম ভাসে না উচ্ছ্বাসে
সাগরে ওঠে না ঢেউ,
পাহাড় শুধুই রুক্ষ্ম,
বন্ধ্যা মাটি দেয় না ফসল,
জলের খোঁজে চলেছে গিরগিটি,
ঐ শোনো বীর্য পতনের গান।
শিশুরা কাঁদে না, হাসেনা,খেলেনা,
মাঠ হতাশ,
বুকে নেই শিশুর উদ্দাম,
রাজনীতির সভায় সাজে সে,
সারি সারি অঙ্গুরীমাল নিঃশব্দে হাঁটে।
ঐ শোনো বীর্য পতনের গান।