ভিতরে তোমার ঈর্ষা কেন?
চাঁদের আলোয় বিমুখ হয়ে
বিষন্নতায় মন ভেঙেছে যেন
হৃদয় তোমার তুচ্ছ এত কেন?
মনটা তোমার ময়লা হাঁড়ি
ভাবছ কি প্রগতিশীল নারী?
তুমি বললে কি আসে যায়
আপনি বললে মান কি বাড়ায়?
ভাবনা আমার ঘুরপাক খায়
নানান ছবি মনের আঙিনায়
সংবাদে আর কতটুকু জানা যায়
সমাজে নারী আজও বড়ই অসহায়।
সধবা নারীর কতটা স্বাধীনতা
ধর্মকে করে উলঙ্গ বিধাতা
উগ্র ভাষায় ও পোশাকে সতী নারী
বৈধব্য ভুলে সাজে লাজুক কুমারী।
রমণী আজ নমনীয়তা হারিয়ে
দিচ্ছে মিথ্যে প্রেমে পা বাড়িয়ে
বিধবা আঁকে না বিবাগী মনের ছবি
দৃষ্টি কারে না প্রগতিশীল সমাজের দাবি।
প্রগতিশীল নারী বিভিন্ন সংস্থায়
পেয়েছে শুধুই সে অগ্রাধিকার
সত্যি সে জীবনের খাতায়
হিসাব মিলিয়েছে তার স্বাধীকার?
অরক্ষণীয়া কি আজও পায় যথার্থ মান
পায় নারী তখনই সেই সন্মান
যখন সে করে নির্দ্দিষ্ট পুরুষ অবলম্বন
বহন করে তারই অস্তিত্ব সারাজীবন।