সমাজবন্ধু তারা, যারা সমাজের কথা বলে
সমাজের হৃতে,উন্নতিতে নিজেদের পথ চলে ।
শিক্ষক যারা শিক্ষার আলো ছড়ায় সমাজ মাঝে
যেমন করে রাতের আকাশ হাজার তারায় সাজে।
যেমন করে পদ্ম দীঘি, শরতের গান গায়
বসন্ত আসে পলাশের রঙে,দখিনা বাতাস বায়।
শিক্ষার জ্ঞানে সঠিক দিশায় সমাজ যে বলীয়ান
প্রণমি চরণে শিক্ষার গুরু অন্তরে মহীয়ান ।
সমাজের যত সাফাইকর্মী বন্ধু যাদের নাম
উদ্যমী শ্রমে দিনপাত করে পায় না ন্যায্য দাম ।
যদি না থাকতো সাফাইকর্মী থাকতো আবর্জনা বিষাক্ততায় ভরতো ধরণী অপরূপা হত না ।
পুষ্প সাজানো উদ্যানে সাদা লাল নীল রঙ মেলা
বর্ণনাতে কাব্য লেখা বেশ কেটে যায় বেলা ।
সমাজ ঋণী আমরাও ঋণী প্রণাম জানাই আজ বলিষ্ঠতায় প্রমাণ করেছ ছোট নয় কোন কাজ।
সেবা যাদের পরম ধর্ম চিকিৎসকই কয়
সংকটকালে বাজি রাখে প্রাণ,দীপ্ত জ্যোতির্ময়।
মুমূর্ষুদের জীবন দানে ত্যাগ করে নিজ সুখ
ডাক্তারে তাই ঈশ্বর দেখি , দেখি ঈশ্বর মুখ !
সেবিকা ধন্য দিনরাত জেগে রুগীর সেবা করে
আপন গৃহে আত্মজ তার বেহুশ হয়তো জ্বরে ।
প্রণাম নিও তোমরা যারা সেবিকা চিকিৎসক
সেবার মাঝে বিলিয়ে দিয়েছে নিজেদের যত সখ।
কৃষকের কথা না যদি বলি গ্লানিতে ভরবে মন
বাঁচার রসদ যোগায় ওরা বড্ড আপনজন ।
প্রাত্যহিকের রোজনামচায় কৃষকের করুণায়
মাঠেজুড়ে সাজে সোনার ফসল ধানগোলা আঙিনায়।
সুন্দর ভবে বেঁচে আছি সবে চাষি ভাইদের ঋণে
না হলে জীবন বাঁচতো না আর মরতো খাদ্য বিনে।
তাই তোমাদের প্রণাম জানাই চাষী ভাই যত আছো
আমাদের যত সমাজ বন্ধু সসম্মানে বাঁচো ।