আজ নয় প্রেম, নয় কোনো নিষিদ্ধ অভিসার—
স্বচ্ছ দর্পণে অহংকারী ঠোঁট অজান্তেই করেছে এক অভিমানী প্রতিবাদ,
দুর্গম খাদ বেয়ে উন্মত্ত ঝর্ণা অলক্ষ্যে বিছিয়েছে শয্যা শ্বাসে-প্রশ্বাসে,
রূপের অঝোর ধারায় করেছে তছনছ রাশি রাশি বালুকণা স্মৃতি-বিস্তৃতির বিলিয়ে সৌরভ,
প্রেমহীন অন্ধকারে বিষাদের নৃত্যনাট্যে
অনুভবে যদি ধরা পড়ে সে অমরত্ব,
তবে, মনের অন্তর্বাস ছুঁয়ে আরও একটিবার
অ-প্রেমের কবিতায় গচ্ছিত থাক প্রেমের অধরা শিহরণ,
সুদূরের বিলাসী হয়ে তীব্র রাতের প্রতীক্ষিত আসর ছেড়ে গোধূলির বিদগ্ধ জোনাক
এই নষ্ট জীবনে করুক আত্মসমর্পণ ।