বিবাদের ভাঙা দিনে ভেবেছো
মুখ ওর দেখবো না কোনোদিন ,
রাত্রির ঘুম এসে আদরে
স্মৃতি থেকে তুলে নেয় আলপিন ।
দেখেছিলে শোকে নীল শ্মশানে
খাঁ খাঁ এক পৃথিবীর হাহাকার ,
সময়ের হাতে আছে সরগম
ধীরে ধীরে জুড়ে দেয় ছেঁড়া তার ।
কোনও এক অজানিত কারণে
বিষাদের মেঘে ছিলে ভার মুখ ,
অকারণ বৃষ্টির বাতাসে
টাকরার বনে ভাসে মহাসুখ ।
কোনও কিছু থিতু নয় আসলে
জোয়ারের পরে আসে ভাটা ভয় ,
নদী পাড়ে ভোর এসে দাঁড়ালে
সূর্যের পালে কাটে সংশয় ।