দিক ভোলানো কোথায় ছিলে ?
থই খুঁজেছি অন্ত্যমিলে
মেঘ পেতেছি দৃষ্টি নীলে
বৃষ্টি হবো কবে !
মেঘলা মেদে ছিলাম ভীড়ে
শীতকাতুরে শীতের তীরে
সাজিয়ে স্মৃতি মনের মীড়ে
বাহার হবো কবে !
জিভের উপর জমেছে ঝড়
কানের ভিতর কুচুটে গড়
সরিয়ে শব শব্দ সফর
কিশোর হবো কবে !
ছড়িয়ে আছো দিগন্তে ঘ্রাণ
চাইছি পথে প্রান্ত সোপান
শোক গলিয়ে আনন্দে প্রাণ
পান করাবে কবে !
দাঁড়িয়ে দূরে রবীন্দ্রনাথ
বাড়িয়ে দিলেন জলপ্রপাত
যাচ্ছি ভেসে বিনিদ্র রাত
চোখ জুড়াবো কবে !