টিক টিক করে এগিয়ে চলে সময়ের কাঁটা
বয়ে চলা নদীর স্রোতের মতো
সময়ের সাথে তাল মিলিয়ে জীবনও একটু একটু করে এগিয়ে চলে শৈশব-কৈশোর-বার্ধক্য সীমানায়।
জীবন নামের নাট্যশালায় চলে নৃত্য অভিনয়
প্রতিনিয়ত মরীচিকার ধোঁয়াশায় চলে জীবনের হাতছানি।
সময়ের হাতে ওড়ে বিনিদ্র স্বপ্নঘুড়ি
নিয়তির জাঁতাকলে পিষ্ট হয়ে বারবার মুখ থুবড়ে পড়ে পৃথিবীর মাটিতে,
তবুও সময়ের সাথে মিতালি রেখে আশা-নিরাশার দোলাচলে এগিয়ে চলে জীবন।
রঙিন স্বপ্নরা সময়ের ঢেউয়ে আছড়ে পড়ে জীবনের বালুচরে
সময়ের নিষ্ঠুর পরিহাসে নিয়তিও অট্টহাস্যে সরব,
সেও জীবন-মৃত্যুর খেলায় মেতে ওঠে।
অদৃষ্টের চোরাবালির হাত থেকে নিস্তার পায়না
জীর্ণ কঙ্কালসার জীবনগাথা
সময়ের মূল্য যে সবাইকে দিতেই হয়
নাহলে বদলায় জীবন; বদলায় গতিপথ।।