স্বপ্নে বিভোর রাতটা ছিল
দিনটা খুশির মধুর ,
হাসির ছটায় ভরিয়ে এ ক্ষণ
বাঁধভাঙ্গা সাধ সুদূর ।
অচেনাকে চেনার তাদিগ
অদেখার পিছে ছোটা…
স্বপ্নময় এই পৃথিবীটা
স্নিগ্ধ শিশির ফোঁটা।
কল্পকথায় গল্পকথায়
মনটা আনমনা ,
হৃদয়াকাশে হাজার তারার
অবাধ আনাগোনা ।
উড়ু উড়ু মেঘের ভেলায়
জলসায়রের ঝাঁক …
ইচ্ছা বোঝাই আশা তরী
ঘূর্ণিমায়ার বাঁক।
লাগাম ছাড়া সময় ছোটে
বাঁধ মানেনা কিছু ,
যৌবনটা ক্লান্ত ভীষণ
ছোটে ছুটির পিছু ।
গোধূলির ওই স্তিমিত আলোয়
জীবন কপাট খোলা ,
স্বপ্নে ঘেরা মন বাড়িটায়
অপূর্ণতার শিকল তোলা ।
চৈত্র দুপুর ক্লান্ত পথে
একাকী পথ হাঁটা ,
ছুটির ধ্বনির প্রতিধ্বনির
বিঁধছে বুকে কাঁটা।
জীবনের এই শেষ স্টেশনটা
না জানি….যাবে কবে চলে
অবসাদের ক্লান্ত পথিক
ঘুমাবে ছুটির কোলে ।
জুঁই ,বেলি আজ ভীষণ খুশি
হাসছে হাসনুহানা ,
আজ যে খুকুর ছুটির দিন
নেই যে তা অজানা ।
গাঁয়ের বাঁকে শীর্ণ নদী
বাধা -বিঘ্ন ভুলে ,
আপন ছন্দে মাতছে কেমন
কলকল রব তুলে ।
আসবে খুকু সদলবলে
বসবে পরীর মেলা …
জলকেলিতে মাতবে সবাই
জমবে দুপুর বেলা ।
গাঁয়ের মাঠে চাঁদমামাটা
বিছিয়ে জ্যোৎস্না চাদর…
আসলে খুকু;জড়িয়ে বুকে
করবে ভীষণ আদর ।
মধুর সুরে ঝি ঝি রা সব
ধরবে মিঠে তান,
জোনাক আপন আলোর ছটায়
আনবে আলোর বান ।
অপেক্ষাতে বসে সবাই
সারা প্রহর ধরে….
হবে ছুটি আসবে খুকু
নেবে আপন করে ।
চমৎকার, কয়েকবার পড়লাম হৃদয় ছুঁয়ে গেল।