হলো সময় এবার আমি যাই
আজকে মনের চঞ্চল গতি
বিরস বিহ্বল উদাস মতি,
প্রভু কেবল তোমায় আমি চাই
যেনো, পাই।
পৃথ্বী পরে দুঃখ কত হায়
সুখের তরে মিছে ছোটা
ভালে কেবল দুখের ফোঁটা
বেদনা আর সইতে নারি তায়।
দহন ছায়।
শান্তি তরে ডাকি সকাল সাঁঝ
দাও যে ফাঁকি তুমি প্রভু
পাইনা দেখা তোমায় কভু,
দিবস যামী করি সেবা কাজ।
দুখ বুক মাঝ।
বিদায় নিতে চাই যে আমি তাই
জীবন আমার তুচ্ছ মানি
সবই নশ্বর ধরায় জানি,
ইচ্ছা জাগে তোমার কোলে ধাই।
ব্যাকুল তাই।