সময় সদা আবর্তিত
কালের পরম্পরা এই,
নিয়ম মেনে এগিয়ে চলে
পিছে ফেলে সব কিছুকেই।
সময় মত না করলে কাজ
সফল হওয়ার কষ্ট কত,
বেশিদিন তা রইলে পড়ে
হয় গুতুত্বহীন ফসিল মত।
ক্রান্তিকালের বিবর্তনে
প্রকৃতিতে ঋতুর খেলা,
সময় মত আবর্তিত
বিচিত্র তাই ঋতুর মেলা।
সময় বড় চঞ্চল অতি
ক্ষণিকের জন্য নয়কো স্থির,
আপন মনে নিজ কাজে রত
কারো তরে হয়না ধীর।
জীবন ধারার গতিপথে
সময়ের গুরুত্ব অত্যধিক,
চাকুরী বিদ্যা সকল কাজেই
মানলে সময় জীবন ঠিক।
বপন রোপন ফসল ফলন
সবই সময় মেনে হয়,
সময় নিয়মে না করলে কাজ
পন্ডশ্রম আর ক্ষতি ক্ষয়।
সময়ের গতি সচল সদাই
যুগে যুগে রীতি ধরে,
সত্য ত্রেতা দ্বাপর কলির
ইতিহাস যত বহন করে।