আমি সেইসব শব্দ- বীজের সন্ধানে আছি
যারা , ক্রমাগত পিছলে -যাওয়া
পোড়ো খবর- খানায় আমাদের স্মৃতির কাঁধে
নাগরিক দায়িত্বের লাল নীল চক্র ঘোরাবে ।
আমাদের ধৈর্যের তালুরেখা হাত ছেড়ে
প্রাগৈতিহাসিক মাছের হিম শিরায় মিশেছে ।
পৃথিবীর অবশিষ্ট পেট এ- ফোঁড় ও – ফোঁড় করে
মৃত্যু লোভী গণতান্ত্রিক অস্ত্র বণিক ।
যুদ্ধের ছাই বেচে ধনী হয় যে যার মতন ।
আমি সেইসব মানবিক নাবিকের
ক্ষুদ্র ক্ষুদ্র মুঠির মিছিলে
সত্য- শ্রমিক হতে চাই ,
যারা স্বচ্ছল নক্ষত্রের ভোরে
সভ্যতার সৌর সুরে শুরুর জাহাজ ভাসাবে ।