মেট্রোপলিস জীবনটা ধুঁকছে,
আত্মঘাতী বিকারগ্ৰস্ত সভ্যতার বীজক্ষেতে,
স্বার্থের নিকোটিনে নেশার মাদকতা,
জীবন্ত শবের মিছিলে নিষ্ঠুর আদিম লালসা,
স্বাধীন জীবন কেটে ছেঁটে বনসাই।
ভাঙ্গা হাঁড়ির জীবাশ্মে ইট কাঠের নগরায়ণ,
যান্ত্রিক জীবনে যন্ত্রের যাতনা, ব্রাত্য সুখী গৃহকোণ,
বিবেক তোমার লজ্জা বিজ্ঞাপনে সাঁটা,
সভ্যতার শিরা–উপশিরায় পারদের ক্ষত,
বাতাসে তীব্র কটু গন্ধ,
ক্যামোফ্লেজের আঁধারে ধূসর সভ্যতা,
জীবনটা জীবিত নেই, মরে পড়ে আছে,
বিরামচিহ্ন লাগুক এবার সভ্যতার সাজঘরে।