পল্লবিত অঙ্কুরিত কুঁড়ি সব হাসে রোদে
শ্রীমতির সেবা যত্নে ভরা,
মাধবী মল্লিকা চাঁপা শেফালি বকুল জবা
বাগে সবে ভরে আছে ধরা।
পল্লবে পল্লবে হিল্লোল, জাগিল চঞ্চলতা
উতলা পবন ধায় বেগে,
কোকিলের কুহুতানে কোকিলা যে পাগলিনী
একাকিনী পাখি রয় জেগে।
ডালে ডালে কানা কানি প্রেমিকের আশা জানি
বিদূষী নারীর স্পর্শ পাবে।
ভুবন দোলায় হাতের ছোঁয়ায় অঙ্গ হাসে
ফুলের দলের মাঝে যাবে।
মধুর লোভেতে মধুপ জুটিল বাগিচায়
পরাগ মিলন পুষ্প মানি,
কোমল ললনা মোহেতে ভাসিয়া শুধু চলে
আকর্ষণে চক্ষু দুটি জানি।
পুরুষ প্রেমিক পিপীলিকার ন্যায় ধাবিত
প্রেয়সী ললিতা চলে ধীরে,
সুন্দরী রমণী নুপুরের ধ্বনি পায়ে বাজে
প্রেমী খোঁজে সখীদের ভিড়ে।
মরুভূমি জীবনের আশাপ্রদ রমণী সে
প্রেমরসে সিক্ত হবে আজি,
অশিক্ষিত রমণ প্রেমরসে সিক্ত নাগর
নায়িকার শর্তে আছে রাজি।