সকল সম্ভাবনা লুকিয়ে রেখে
সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতির খবর জমা রাখে হৃদয়,
কিছু ব্যর্থতা, কিছু স্বপ্ন পূরণের সফলতা
থেকে যায় প্রকৃতির অগোচরে,
বিবেকের পরিসর ক্রমাগতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়,
প্রতিনিয়ত রাস্তা বদল করে
এগিয়ে চলতে থাকে দুস্থ মানসিকতা,
প্রকৃতি হারায় তার ভারসাম্য।
রাত্রির নির্জনতা কাটিয়ে মনের কোণে
জমানো সুখ গুলো কেবলই ছন্দে ফিরতে চায় ,
ভেসে বেড়াতে চায় নীল মেঘেদের দলে,
তবুও, আঁধারের ক্লান্তি মুছে,
অন্দরমহলের স্বাধীনতা পায় না ছুঁতে
এক মুঠো রোদ্দুর অথবা উজ্জ্বল খোলা আকাশ।
বেদনার নীল রঙে ঢাকা পড়ে থাকে সৃষ্টির সবুজতা,
বিকারগ্রস্থ কাঁটাতার ভেদ করে
পৃথিবী আজও পারেনি তারাদের ছুঁতে।
রাস্তার গলে পড়া পিচে এসে মিশেছে মরা গণতন্ত্র,
প্রকৃতির অতন্দ্র প্রহরী সেজে
পূর্ণিমার চাঁদ মুখ লুকিয়েছে অন্ধ সিঁড়িতে,
ভীষণ অট্টহাস্যে ফুঁসছে সবুজায়ন,
নেই ক্ষমা যৎসামান্যও,,,,
ভুল-ভ্রান্তিরা আজ হিসেব-নিকেশের ছাইদানিতে জমা,
প্রকৃতি থেকে হারিয়েছে মায়াবী সরলতা,
রাক্ষুসে দুর্যোগ হানছে আঘাত,
বারবার আছড়ে পড়ছে জীবনের কাঠগড়ায়,
স্বর্গরথের দরজা ভেদ করে পৃথিবী এগিয়ে চলেছে
জন্ম-মৃত্যুর স্বচ্ছ অভিযানে,
এক ঝলমলে নীল আকাশ খোঁজার ইশারায়।