অবাক চোখে দেখছি চেয়ে
সমাজ মাঝে আঁধার ছেয়ে
শুকোয় কলম চারা,
অবহেলায় ধুঁকছে পড়ে
শাসন বন্দি মনটা ঘরে
হয়ে ছন্দ হারা।
নিজ খেয়ালে ব্যস্ত সবাই
চারার হাতে মুঠোফোন তাই
বিকাশ কেমনে হবে?
বাড়তো চারা যতন পেলে
মেলতো কুঁড়ি ডানা মেলে
বাঁচতো খুশির রবে।
আজকে যারা সবুজ চারা
কালকে হবে বৃক্ষ তারা
গড়লে যতন করে,
জ্ঞানের পাঠে শিক্ষা দিলে
যতনে যে রতন মিলে
সম্পদ দেশের তরে।