সবাই যদি হতো ভালো
ঘুচে যেতো সকল কালো
থাকতো নাকো দুখ,
থাকলে সবে মনের মিলে
হিংসা ভুলে খুশির ঝিলে
হৃদয় ভরা সুখ।
অসৎ কাজে থাকে যারা
লোকের নিন্দা মাখে তারা
পায়না তবু লাজ,
ধর্মাধর্মের খোলস ফেলে
ভালোবাসায় মনটা মেলে
পরবে যশের তাজ।
মানবতার গেয়ে গীতি
রাখলে সবাই মনে প্রীতি
জীবন সুখের হয়,
মানুষ হলো সৃষ্টি সেরা
শুভবুদ্ধি দিয়ে ঘেরা
আনতে পারে জয়।