নতুন নতুন মানুষের সাথে পরিচয়
জীবনে ভাবিনি তারাও বন্ধু হবে,
তবুও তো তারা ভালোবেসে কাছে আসে
তাদের হাত তো আগে ধরতেই হয়।
প্রাণের আলাপন কারো কারো সাথে হয়
যদি কেউ এসে নিজেই হাত বাড়ায়
স্নিগ্ধ মনের তখনই তো পরিচয়
অচেনা মানুষ নিমেষে আপন হয়।
প্রভাত বেলায় মধু সঙ্গীত বাজে
কেউ কথা বলে সঙ্গীত হয়ে যায়
পাখি কলতানে ডুবে যায় সেই স্বর
মনে হয় বুঝি ভোর আর কতো দূর ।
সাধু সঙ্গমে প্রাপ্তি যেটুকু হয়
মনে ভাবি এই জীবনেরই সঞ্চয়
যা কিছু পাইনি হিসাব করি না তায়
পাওয়া গুলো জানি কম পূণ্যের নয়।
চেনা অচেনার ভীড়ে তাই হেঁটে যাই
অচেনা মানুষ ও পথ করে দেয় তাই
পৃথিবীর বুকে যত লোক হেঁটে যায়
সবাই বন্ধু শত্রু তো কেউ নয়।
সমব্যথী যদি কেউ পাশে এসে যায়
দুটি প্রাণ যেন এক হয়ে মিলে যায়
প্রেম ভালোবাসা তখনই জন্ম নেয়
এই পৃথিবীকে কতো সুন্দর লাগে।।