কখন যেন হারিয়ে গেল মুক্ত বায়ু,
কখন যেন ফুরিয়ে এলো এই আয়ু।
কখন যেন বলেছিলে আসবে কাছে,
কখন যেন ভয় আমায় ঘিরে ধরেছে।
কখন যেন দখিনা বাতাস উধাও হলো,
কখন যেন হৃদয় প্রদীপ নিভেই গেলো।
কখন যেন ফেলে এলাম ছেলেবেলা,
কখন যেন প্রেম সমুদ্রে ভাসলো ভেলা।
কখন যেন গিয়েছি সব পেয়েছির দেশে,
কখন যেন কেড়ে নিলে সব মৃদু হেসে।
কখন যেন রেখেছিলাম বলো হাতে হাত,
কখন যেন নিয়তি আনলো এ আঘাত।
কখন যেন জীবন ভেসেছিল বন্যায়,
কখন যেন দিন গেলো শবরীর প্রতীক্ষায়।
কখন যেন বাঁচবো বলে দৃঢ় অঙ্গীকার-
কখন যেন জীবন-মরণ সব একাকার।
কখন যেন ভাবি আসবো ফিরে আবার,
কখন যেন মিথ্যে হলো ভাবনাগুলো আমার।।