সব মানুষ মানুষ হয় না
অমানুষ কখনও মানুষ হয় না।
মানুষের যদি মনুষত্ব না থাকে
তবে মানুষ হয় না সে।
মানবিকতা বোধ যে মানুষের নেই
তাকে দেখতে মানুষের মতো হলেও তার মধ্যে মানুষের কোনো গুণ নেই।
দেখতে মানুষের মতো হলেও সেই মানুষ মানুষ নয়
যার হৃদয় মানুষের মতো নয়।
কোনো মানুষ মানুষের মতো কথা বললেও সে মানুষ নয়
যদি তার কথা অরুচিকর হয়।
কেউ যদি বুক ফুলিয়ে বলে আমি মানুষ, তবু মানুষ নয় সে
যদি তার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকে।