মহান মৃত্যু -মুঠি মুছে ফেলে সমস্ত অসুখ
ফিরে আসে শিরা- ওঠা জীবনের শৈশব মুখ ।
এতোকাল যত ছিলো দুঃখের ভার
মরণের কাঁধ এসে করে পারাপার ।
যতটুকু সঞ্চয় , ততটুকু ক্ষয়
অতীতের পরাজয়ে স্মৃতিদের জয় ।
সব ভুল ভেসে যায় সময়ের জলে
কিছু ঠিক মাস্তুলে , কিছু বটফলে ।
জীবন অনেক বড় , প্রতি পলে বাড়ে
মৃত্যুর আয়ু কম , বহরে ও আড়ে !