পরবাসে থেকে থেকে ঝুঁকে আসে
ঝাউ এর ডালপালা –
বুক থেকে খসে যায় প্রেম আর ভালোবাসা!
গড়িয়ে যায় সমুদ্রের ঢেউ,
আবার ফিরে আসে অনেক বিষন্নতা আর ব্যথাবোধ নিয়ে –
চোখে আধো তন্দ্রা,আর কাঁপাকাঁপা ছবি-
ধরতে গেলেই ফোঁসকে মিশে
যায় ওই সুনীল আকাশে…
অনাবিল এক শূণ্যতা আর বালুতটে
পড়ন্ত যৌবনের উদ্দাম নৃত্যে আসর!
উৎসব শেষে অগুন্তি প্রহর
সব একাকার..