গোধূলি রঙ আকাশে ছায়
বলাকা যায় উড়ে,
সন্ধ্যা নামে ধীরে ধীরে
বিশ্বভুবন জুড়ে।
ঘোমটা মাথায় গৃহবধূ
সন্ধ্যাপ্রদীপ হাতে,
তুলসীতলায় দেয় যে প্রদীপ
উলুধ্বনি সাথে।
উড়ছে জোনাক অন্ধকারে
জ্বলছে প্রদীপ আলো,
ঘরে ঘরে আলোক শিখা
দেখতে ভালো লাগে।
গোধূলি রঙ আকাশে ছায়
বলাকা যায় উড়ে,
সন্ধ্যা নামে ধীরে ধীরে
বিশ্বভুবন জুড়ে।
ঘোমটা মাথায় গৃহবধূ
সন্ধ্যাপ্রদীপ হাতে,
তুলসীতলায় দেয় যে প্রদীপ
উলুধ্বনি সাথে।
উড়ছে জোনাক অন্ধকারে
জ্বলছে প্রদীপ আলো,
ঘরে ঘরে আলোক শিখা
দেখতে ভালো লাগে।