এই বাতাসে ওড়ায় ধুলো। দেশ সামাল!
কে জানে কার ধনুক কাকে তাক করে…
এক লহমায় ধ্বংস হওয়া এই জীবন
ভরসা রাখে যুগ পেরনো স্বাক্ষরে।
মুখের হাসি অনন্যোপায় ছদ্মবেশ।
বুকের ভেতর ক্ষয়ের নদী অন্তরীন…
হৃদয় যতই সবাই মিলে কবর দিই –
ক্রুশের গায়ে নাম লেখা হয় সন্ত’রই।
সে-ভার নিয়ে অনেকটা পথ চলার পর
টিলার মাথায় রাখেন যখন অঙ্গীকার,
যজ্ঞে সবাই স্ফুলিঙ্গকে সাক্ষী চায়।
আগুন কি আর বুঝতে পারে, কোন ঘি কার?
জ্বালায়, পোড়ায়, ছাই করে দেয় ঘরবাড়ি…
সময় শাসায়, ‘কীভাবে নিঃশঙ্ক হোস?’
এর উত্তরে যে-একঝলক উজ্জীবন –
আমরা তারই নাম রেখেছি শঙ্খ ঘোষ।