লোভ- লালসা নয়কো ভালো
বিবেক পুড়ে মনটা কালো
জ্ঞানীজনে কয়,
ন্যায়টা ছেড়ে অন্যায় নিয়ে
চলে যারা মিথ্যে দিয়ে
নেই তো মনে ভয়।
অতি লোভে তাঁতী নষ্ট
শাস্ত্রে লেখা আছে স্পষ্ট
নেই কি মনে ভয়?
টাকার মোহে ছুটছে যারা
নিজের ক্ষতি ডাকছে তারা
হবেই তাদের লয়।
সত্যপথে চললে ভবে
সুখের জীবন তবেই রবে
ভেবে দেখা চাই,
অসৎ পথে জীবন নাশে
হিংসা দ্বেষে মনটা গ্রাসে
সুপথ ধরো তাই।
সৃষ্টি সেরা মানুষ জাতি
জ্বালাও এবার জ্ঞানের বাতি
ছাড়ো অসৎ কাজ,
প্রীতির ভাবে থাকলে সবে
তবেই ধরায় খ্যাতি রবে
পড়বে যশের তাজ।