তোমাকে আমি কখনো ভালো বাসতে পারিনি।
যাকে বলে, সত্যিকারের ভালোবাসা!
তাই তো বারবার অপমান করেছ।
আমার ঠিক জানা নেই, সত্যিকারের ভালবাসা ঠিক কেমন হয়!
শেখা হয়নি ভালোবাসার সংজ্ঞা কি!
বুকের ভেতর খালি খালি ভাব আর একটু যন্ত্রণা অনুভব যদি সত্যিকারের ভালবাসা হত তাহলে হয়তো কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারতে না!
এই পৃথিবীর উন্মুক্ত আকাশ তোমাকে দিলাম,
ঐ দিগন্ত বিস্তৃত প্রান্তর তোমাকে দিলাম,
সবুজ বণানীর শান্ত স্নিগ্ধতা তোমাকে দিলাম,
উত্তাল সমুদ্রের রাশি রাশি সফেন তোমাকে দিলাম,
ওদের কাছে খুঁজে নিও তুমি সত্যিকারের ভালবাসা।
দূরন্ত, চঞ্চল ঝরণার শান্ত নদী হয়ে যাওয়ার গল্প তো সবাই জানে!
আমি না হয় সেই নদী হব,যে কোনোদিন পিছনের দিকে তাকাবার অবকাশ পায় না।
যার কাছে কত মানুষ তাদের দুঃখকে জমা রাখে,
তবুও সে সামনের দিকে এগিয়ে চলে আপন গতিতে
খুঁজে নিতে মোহনা।