সত্যবাদী মানুষ সদা সত্য বলে,
সত্য পথে মনটা রেখে জীবন চলে।
মিথ্যেবাদী তাঁদের দেখে ঠাট্টা করে,
তবুও চলে সমাজ মাঝে সত্যে ভরে।
সত্যবাদী পায় না ভাত সঠিক কথা,
মিথ্যাচারী মিথ্যা রাজে চলছে যথা।
সত্যবাদী সাহস নিয়ে এগোয় তবু,
যতো বিঘ্ন আসুক পথে হারে না কভু।
সত্য যতো হোক তিক্ত তবুও ভালো,
মিথ্যে কালো ঘুচিয়ে সব জ্বালেই আলো।
মিথ্যেবাদী বিবেক ভুলে কলুষ মাখে,
সুখের আশে পাপের পথে কদম রাখে।
সমাজ মাঝে সত্যবাদী পিছেই দেখি,
জ্ঞানী হলেও পায় না মান অবাক সে কি!
জগতে আজ তেল মাখা যে আজব রীতি,
বলতে পারো ঘুচবে কবে এমন নীতি?
সত্য পথে মনের মাঝে শান্তি জুড়ে,
অসৎ পথে ভোগ বিলাসে দুঃখে পুড়ে।
আসল কথা সত্য সদা জ্যোতির্ময়,
প্রজ্ঞা বোধে জীবন করে আলোকময়।