উৎসাহে কী না হয়?
কী না হয় চেষ্টায়?
সেটারই অভাব আছে
আমাদের দেশটায়!
একের পিছেতে আর
টেনে তারে নামানো
কুৎসা ভালোরই করে
আড্ডাটি জমানো!
শিক্ষার ঠাঁই নাই
চোরেদের রাজ্যে
চুরি করে ফাঁক করা
নেতাদেরই কাজ যে!
চোরেদের সর্দার
হায় ধরা পড়লে –
সে যে রাজনেতা দলে
কেন মনে করলে?
কাটমানি ভাগাভাগি
হয়ে গেছে যবে সেই
বলির পাঁঠাটি করো
একজনে, প্রথা এই!
তারপরে মিডিয়াকে
ধোলাইতে স্ফূর্তি
প্রধান নেত্রী তিনি
সততার মূর্তি!
কোটি কোটি টাকা চুরি
যেই ধরা পড়লো
গুপ্ত সততা তার
পলকেই নড়লো!
তখন উপমা টানে
রাম আরো বড় চোর
তাকে কিছু না বলে
কেন পিছে লাগো মোর?
মোর দল ” ছোট চুরি “
করেছে যে ছিঁচকে
সে তো আরো বড়ো চোর”
বলে হাসে মিচকে!
পঞ্চাশ কোটি চুরি
সে এমন বেশি কী?
পাঁচ হাজার কোটি চোর
মেহুল যে চেস্কি!
তাহলে এবার বলো
মোরে কেন ধরবে?
কেবলই মাের এ দলের
বিরুদ্ধে লড়বে?
মন্ত্রীরা দলে মোর
দুর্নীতি যুক্ত
তবু মানবে তো দল
দুর্নীতি মুক্ত?
মন্দ আর অতীব যে
মন্দর মাঝে হায়
ভালো সে তো হলো খুন
ভোটারেরই মহা দায়!