গিজগিজে পোকার ভিড়,
এ প্রান্ত থেকে ওপ্রান্ত,
খটখট শব্দে হেঁটে চলেছে সমাজ।
আপাদমস্তক মিথ্যামাদকে টলমল।
হাতে অবশ্য লাঠি।
অবলম্বনে সততার অভাব।
টালমাটাল বারে বারে।
অসতের ভিড়ে হারিয়ে স্বচ্ছতা।
সততার আচ্ছাদনে ভীত মানুষ আজ একা,
হোঁচট খেয়ে পড়ল সমাজ।
শিশুর সরলতা সামলে নিল।
আর কিছুটা সময়।
নতুন সূর্যোদয়ের অপেক্ষায়