তোর কবিতার শব্দ হবো
মালায় গাঁথা রবো,
ছন্দ তানে বিভূষিতা
গানের কলি হবো।
অলস দুপুর কাটবে ভালো
খাতায় ভরে লেখা,
পাহাড় পর্বত ডিঙিয়ে চাঁদ
রামধনু ওই রেখা।
পংক্তির পর পংক্তি আসে
গদ্যরূপে কথা,
আলাদা রূপ চোখে ভাসে
ছন্দ ছাড়া যথা।
চাঁদের আলো মাঝির গানে
কবির কলম চলে,
ছলাৎ ছলাৎ জলের শব্দ
অনেক কথা বলে।
ভালোবাসা আস্টেপৃষ্ঠে
স্মরণ আসে মাঝে,
কাব্যরূপে খাতা ভরে
সকাল দুপুর সাঁঝে।