উত্তপ্ত ধরণী
সবুজ সন্তানের অবাধ হত্যা!
হতাশে হুতাশ তার!
অবাধ্য মানবজাতির, নির্বোধ কাজ!
ভারসাম্য লঙ্ঘিত সর্বত্র,
জলবায়ুর ছন্নছাড়াভাব।
কখনো প্রবল দাবদাহ তো কখনো বানভাসি।
হাহাকার সর্বত্র।
আজ সংহারী রূপে অবতীর্ণা ধরণী মা আমার।
আজ সে চায় ফিরে পেতে
তার সবুজ বনরাশি।
পৃথিবীর ভারসাম্য রক্ষায়
চাই সকলের সহযোগিতা।
বনভূমি থাক, থাক জিরাফ
থাক মানুষ, বেঁচে থাক অঙ্গুরীমাল।
সবুজের মধ্যে থাক সৃষ্টির অবাধ বিচরণ।
প্রাণবায়ু থাক সকলের হৃৎপিণ্ড জুড়ে।
প্রকৃতি মায়ের আদরে সোহাগে
ভরা থাক সবার হৃদয়।