এ সংসারে কি অভাব নেই ?
অনেক অভাব আছে
এ সংসারে কি অশান্তি নেই ?
অনেক। অনেক অশান্তি আছে
আমাদের চেয়ে দুঃখে কষ্টে এই দুনিয়ায় আর কি কেউ নেই ?
অনেকে ।অনেকেই আছে।
সত্যি করে বলতো ….আমরাও কি তাদেরই মত ?
না ,মোটেই না।
আমরা অনেকটাই অন্যদের থেকে আলাদা।
আমরা যেটুকু যা পেয়েছি সেটুকুও কি সকলে পেয়েছে ?
না ।অনেকেই তা পায়নি
কত বিচ্ছেদ দেখছি সংসারে সংসারে
আমরা দুজনে কতটা পথ এগিয়ে এসেছি বলো ..
এতটা পথও কি সকলে একসাথে হাঁটতে পেরেছে ?
আমরা দুজনে কতটা সহ্য করে এসেছি একে অপরের ব্যথা বেদনা
সকলেই কি সেই সহ্য ক্ষমতা রাখে ?
না। রাখে না।
রাখে না বলেই এত ঘটনা; এত রটনা
এই সহ্য-অসহ্যের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েই সংসার গুলো ভাঙছে।