সকল বিপদ করতে কাটান হাঁকেন তারা নিদান,
কবচ তাবিজ হোম-যজ্ঞের হরেক বিধি-বিধান।
বাক্ -সিদ্ধ,দিক-সিদ্ধ, সু-সিদ্ধের শঙ্কা,
ডুবলো এবার তরী নাকি বাজলো মৃত্যু-ডঙ্কা!
দিন ফুরিয়ে সিঁধেল আঁধার এবার বুঝি নামে,
নীরবতার ঢল নেমেছে গৌরবময় ধামে।
সত্যি নাকি অস্তাচলে সিদ্ধ রবি-শশী!
সেবা-যজ্ঞের দিব্যারতি, বচন এখন বাসি।
বিশ্বজোড়া মৃত্যু-মিছিল কাঁপছে জীবন-ছন্দ,
তাহলে কী সংক্রমণে ব্যবসা এবার বন্ধ!
অষ্টোত্তর শতনামের হরেক কিসিম বাবা,
জননীরাও কম যান না বেড়াল বগল দাবা!
আস্থা তবে শেষ হলো কী, চলছে গজব আড্ডায়।
পঞ্জিকাদির অর্থনীতি সংক্রমণের গাড্ডায়!
বাকসিদ্ধা জননীদের কণ্ঠ এখন রুদ্ধ,
লক-ডাউনে তারাও নাকি বেজায় আছেন ক্রুদ্ধ।
যেতে যেতেও যায় নারে ভাই এমন ইমপ্রেশন!
অতিমারির জাস্টিফাই এর দারুণ এক্সপ্রেশন!
পুরুষ্টু ঐ শিখার বাহার গায়ের নামাবলী
বিংশোত্তরী মতে এখন পাড়ছে তারা গালি।
কোন তরীতে মিলবে এখন কে কোন মোহনায়,
সংক্রমণেও বিশ্বায়নের আকাশ ছুঁয়ে যায়।