কি গরমের দেশ, কি শীতের দেশ !
চারিদিকে মানবতার অপূর্ব নীরবতা-
শীতের দেশে স্যাতস্যাঁতে কোট
পরে মানুষ ছোটে শ্বাপদের বিপরীতে,
তিরবেগে – এড়াতে কামানের চোট!
শিশুরা জন্মেই শোনে আর্তনাদ,
দেখে মৃত্যু, রক্ষক ও ভক্ষক এক হয়!
ডাক্তার রোগী ফেলে পালায়,
ওষুধের জন্য হয় রক্ত বিক্রি ।
গরমের দেশে খাদ্য-পানীয়,
চাতক ও মানুষকে এক করে।
অনবরত দূষণে মানুষের শরীর,
বিষকন্যা কেও হার মানায়।
হাহাকার চিৎকার সেখানে হাস্যকর –
ক্রূর বাস্তবের ঠাণ্ডা দৃষ্টিতে,
ঘাম ও রক্ত এক হয়ে যায় ।
অসুস্থ সকালে পলাতকা প্যাঁচার
মতো আমরা ফ্লাইং ব্লাইন্ড,
এ সংকটময় বর্তমান পরিবেশে ।
দিকশূন্য অন্ধকারে দিশাহারা,
তাতেও কি হ্যাবিচুয়েটেড হতে হবে অবশেষে !