ষোড়শী নাটকটি বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। নাটকটির প্রথম দৃশ্য এরকম:
বেলা অপরাহ্ন প্রায়। চন্ডীগড়ের সম্পূর্ণ গ্রাম্যপথের পোড়ে সন্ধ্যার ধূসর ছায়া নামিয়ে আসিতেছে। অদূরে বীজগাঁ’র জমিদার কাছারিবাটীর ফটকের কিয়দংশ দেখা যাইতেছে। জন – দুই পথিক দ্রুতপদে চলিয়া গেল, তাঁহাদেরকেই পিছনে একজন কৃষক মাঠের কর্ম শেষ করিয়া গৃহে ফিরিতেছিলো, তাঁহার বাঁ কাঁধে লাঙ্গল, ডান হাতে ছড়ি, অগ্রবর্তী অদৃশ্য বলদযুগের উদ্দেশে হাঁকিয়া বলিতে বলিতে গেল, “ধলা, সিধে চ’ বাবা সিধে চ ! কেলো, আবার আবার ! আবার পরের গাছপালায় মুখ দেয় !” পরবর্তী অংশ পড়ার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : ষোড়শী পিডিএফ (Shoroshi PDF)
লেখক (Author) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sharatchandra Chattopadhyay)
জনার্স (Genres): নাটক (Drama)
Total pages: 77
PDF Size: 1 Mb