সেবার মাঝে রক্ত দান যে
জানি শ্রেষ্ঠ দান,
বাঁচতে পারে মুমূর্ষু এক
পেয়ে নতুন প্রাণ।
রক্তদাতা হন যে মহান
আপন কাজে তাই,
জীবন রক্ষা করতে হলে
রক্ত দান যে চাই।
রক্তদানে হয় না ক্ষতি
ঘাটতি পূরণ হয়,
রোধতে পারে রক্ত দানে
কারো প্রাণের ক্ষয়।
রক্তদাতা মহৎ মনের
শ্রদ্ধাভাজন হয়,
মানবতার মহৎ গুণটি
তাঁহার মাঝে রয়।
রক্তদানের শ্রেষ্ঠ কাজে
এগিয়ে আসো সব,
মরণ কাতর প্রাণ বাঁচালে
খুশি হবেন রব।