২২শে শ্রাবণ শ্রাবণধারায় হৃদয় ছেড়েছিল বনস্পতি ।
সঙ্গীত মুখরিত আকাশ আর কবিতা মুখরিত বাতাসে কেমন নাটকীয় ইশারা ছিল ।
ছিল গল্প বা উপন্যাসের মতন দিনরাত্রি ।
আর বাঁধনহারা অশ্রু যেন জলপ্রপাত ,
তিনি না থেকেও থাকবেন চিরকাল ,রবীন্দ্রনাথ ।
২২শে শ্রাবণ শ্রাবণধারায় হৃদয় ছেড়েছিল বনস্পতি ।
সঙ্গীত মুখরিত আকাশ আর কবিতা মুখরিত বাতাসে কেমন নাটকীয় ইশারা ছিল ।
ছিল গল্প বা উপন্যাসের মতন দিনরাত্রি ।
আর বাঁধনহারা অশ্রু যেন জলপ্রপাত ,
তিনি না থেকেও থাকবেন চিরকাল ,রবীন্দ্রনাথ ।