একটা বৈরাগী-বিকেল….
কখন যেন ঢেউ ভেঙে আছড়ে পড়ে গোধূলিতে
ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির আভাস, দেহমনে
তরঙ্গের বুকে নেচে বেড়ায়,প্রশান্তির রক্তিমআভা
নদী হয়ে বয়ে যায়,হৃদয়ের গোপন ইচ্ছেগুলো…..
রোদছায়া অশ্রু-আঁচল,ভিনদেশী গন্ধে মাতোয়ারা।
তোমার বুকের পাঁজরে লুকিয়ে আছে যে প্রেম-
তাকে মুক্তি দেবার আগে ভেবে নাও,একটিবার।
পিঠোপিঠি বসে অলসসময় কাটানোর
এই একটি তিথি।সব চাওয়া কেমন করে মিলে যায়
ঢেউয়ের উচ্ছ্বাসে..….
প্রেম,বিরহের জ্যোৎস্না-আলোয়,লজ্জা ঢাকে-
দলছুট কপোত-কপোতী,মোহনার কটিদেশে….
কৃষ্ণচূড়ার আলিঙ্গনে,অভিসারী মনের বিহ্বলতা;
তৃষ্ণার্ত চাতকের শ্বাস ছড়ায়,সুপ্তমনের গভীরে….
‘গোধূলি বেলার’ স্বপ্নিল মাধুরীতে ধরা দেয়-
সমর্পিত-হৃদয়ের প্রসুপ্ত সজীবতা,নিঃশব্দ আহ্বানে।