ওহে শক্তিমান!
একবার রামায়ণ মহাভারতের
দিকে তাকাও:
রাক্ষসরাজ রাবণ যেদিন সীতাদেবীকে হরণ
করেছিল, সেদিন-ই তার পতনের বীজ
রোপিত হয়েছিল!
যেদিন অহংকারী দুর্যোধন প্রকাশ্য
রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করতে
উদ্যত হয়েছিল,
,দু:শাসন তার কেশাকর্ষণ করে
রাজসভায় এনেছিল,
সেদিন কুরুবংশ ধ্বংসের সূচনা হয়।
নারী নির্যাতনে যদি রাজার ইন্ধন থাকে,
তবে সে রাজার পতন অনিবার্য!
নারী মানে নবজন্মের ধারা,
নারী মানে মরুভূমির বুকে মরুদ্যান!
নারী মানে কারো জননী,কারো জায়া,
কারো ভগ্নি, রাখির বন্ধন,
নারী মানে সংসারের মায়া,
যে নারীর গর্ভে জন্ম পুরুষের,
যে জননীর জন্য এ পৃথিবীর আলো দেখা,
মাতৃরূপেণ স্ংস্থিতা!
সে মায়ের হাতে-ই হবে অসুর-নিধন।