ঢং ঢং বাজলো যেই
স্কুলের ছুটির ঘন্টা,
ছট ফটিয়ে উঠলো তেড়ে
রবির দুষ্টু মনটা l
আমবাগানে হবে যেতে
সময় এখন কই?
পথ চেয়ে যে বসে আছে
তারই প্রিয় সই l
খো-খো আর লুকোচুরি
খেলবো সবাই মিলে,
সুযোগ বুঝে দেবো ঝাঁপ
রামখুড়োদের বিলে l
সাঁতরে হবো এপার ওপার
মানবো না তো বারণ,
করবো মোরা হুলুস্থূল
নেই যে কোনো কারণ l
বেলা গড়িয়ে হলো বুঝি
ভর দুপুর বেলা,
ঘরকে যাই ফিরে সবাই
বন্ধ করে খেলা l
দেখা হবে কালকে আবার
ছুটির ঘন্টার শেষে,
এমনি ভাবেই ফিরে যাবো
শৈশবেরই দেশে l