সারাদিন গাছে গাছে
পাখিদের কাছে কাছে
বন্ধুদের সাথে নিয়ে
হৈচৈ করে দিন কাটতো।
কানামাছি ভূঁ-ভূঁ
যারে পাই তারে ছুঁ
ডাংগুলি খেলে যে
হাত-পা, মাথাটা ফাটতো।
ওরে ও দুষ্টুটা
শয়তানের রুষ্টুটা
গালি ভরা মুখে-
হন্যে হয়ে মা ডাকতো
ওরে ও বাঁদরটা
সাথে রয় আদরটা-
সারাক্ষণ পেছনে থাকতো।
শৈশবের দিনগুলি-
কি করে যাই ভুলি?