সে বলে হ্যালো ফোন কেটে দিলো
জানিনা কেন যে এমন হলো
বহুদিন পরে তার সাথে কথা বলার বাসনা জাগিল
বাসনার অবসান ঘটলো, মনের মধ্যে মন পুড়লো
কিছু আওয়াজ আসে বারোমাস
কিছু দেবতার দীর্ঘ নিবাস
ঘুরে যায় চক্রবৃদ্ধির হার,হয় কেউ পরবাস
মনের মধ্যে ছিলে তুমি; তোমার মধ্যে আমি তবু উপবাস
তোমার আগ্রহের বিগ্রহে চিত্ত শুকায় আজ
বিনিদ্র রজনী তার প্রকারভেদে দেখে শুধু লাজ
এখনও তাকায়ে আকাশ তোমার মুখপানে
পড়ে গেল ;সরে গেল ;নড়ে গেল ;কেন তা কে জানে ?
আবারো শক্ত করো মন
এক্ষুনি তোমায় করছি টেলিফোন
কথার মাঝে উঠবে কথা
পাবে হয়তো খানিক ব্যথা
যথা তথা কথার পাহাড়
দিচ্ছে বাতাস কাড়ছে আহার
আগন্তুক প্রতিলিপি আঁকবে ছবি আবার
তোমার আমার দিনলিপি কোনদিন নয় শেষ হবার।