চারিদিকে বারুদের গন্ধ , মনে অজানা ভয় ।
তবে কি ধেয়ে আসছে , শেষ প্রলয় ?
আমার মনে সন্দেহ, দূরদর্শীদের মনে ধন্দ নয় ,
ওরা পুরোপুরি নিশ্চিত ।
ভাঙতে শুরু করেছে পৃথিবীর ভীত ।
সবাই ব্যস্ত সাম্রাজ্য বিস্তারে ।
আর নিরপেক্ষরাও বন্দি কারাগারে ।
ওরা মানুষকে বোঝাতে গিয়েছিল ।
কিন্তু যেহেতু ওদের হাতে অস্ত্র নাই ছিল ,
তাই অন্ধকারেই ওরা মৃত্যুবরণ করিল ।
কেহ নাহি শুনিল ওদের মৈত্রের বাণী ।
পৃথিবীর বুকে মানুষই বোধহয় ,
এখন সবচাইতে হিংস্র প্রাণী ।
এই দখলদারিতে ভাইয়ের কাছে ভাইয়ের পরাজয় ।
অসহায় যুক্তি , ভয়ে কেউ দেয়নি তারে আশ্রয় ।
এখন আমিও নিশ্চিত, পৃথিবীর বুকে আসছে শেষ প্রলয় ।।