সারাদিন চলতে চলতে এখন প্রায় ,
আমি এসে পৌঁছে গেছি, পৃথিবীর শেষ কিনারায় ।
চলার পথে যারা সঙ্গ ছেড়েছিল ,
তারাই এখানে আমার প্রতি হাত বাড়িয়ে দিল ।
এখানে রেষারেষির নেই কোন বালাই ।
অবাধ প্রবেশাধিকার ।
শুধু একবার, পুড়ে হতে হবে ছাই ।
না, স্বেচ্ছায় আসে না কেহ ।
আসতেই হয়, শত অনিচ্ছাতেও ।
আমিও হাঁটতে হাঁটতে চলে এসেছি এইখানে ।
চেষ্টা করেও বুঝতে পারিনি জীবনের যেই মানে ,
হেথায় সবকিছুই স্পষ্ট হয়ে গেল চোখের সামনে ।
যে পথেই আসো না কেন, এটাই শেষ ঠিকানা ।
জীবন সায়াহ্ন যখন দুয়ারে দেবে হানা ,
কল্পিত এই পৃথিবীকে, তখনই যাবে জানা ।