সৌজন্যের টুকরো টুং টাং টানে নয়
আগুন হাওয়ার চুর চুরমার চুম্বনে এসো
উভচর উভয়ের ডাঙা জলে ভাগাভাগি নয়
শেকড় ফলের মাঝে ছেদহীন রসস্রোতে চাই
সাতে পাঁচে কেটে গেছে কাঁচ কাঁচ আধা জাগরণ
স্বজনশাখার পাতা কতো কতো হলো নিরুদ্দেশ
ভাসা ভাসা স্মৃতিসুখ গলাগলি শোকের সাঁতারে
এ মন ক্ষয়েছে ধিক ভঙ্গুর পাহাড়ের মতো
খাপছাড়া দৃশ্যেরা পালে পালে বসে আছে
ডুবু ডুবু বিকেলের দাঁড়ে
পেয়েছি যা অযাচিত
যা পাওয়া যায় না জানি
অজানার ফাঁক পেতে আছি
মাঝামাঝি মনে মন মন্তাজে এসো